ব্লগ পোস্ট

আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল

আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল

আজহারে বাঙ্গালখ্যাত দক্ষিণপূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল আগামী ২৫মার্চ২০১৯খ্রি.রোজ.সোমবার বাদে যোহর হতে মাদ্রসার জামে মসজিদে অনুষ্ঠিত হবে,(ইনশাআল্লাহ)এতে দাওরায়ে হাদিস(মাস্টার্স)সমাপনী বর্ষের হাদিস শাস্ত্রের সর্বশ্রেষ্ঠগ্রন্হ বুখারী শরীফের আখেরী(শেষ)দরস প্রদান করবেন বিশ্ব বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহতামিম,আল্লামা মুফতি শাহ্ আবুল কাসেম নোমানী(দা.বা.) আরো উপস্থিত থাকবেন অত্র জামিয়ার সম্মানিত মুহতাম্মিন ও শায়খুল হাদিস আল্লামা শাহ্ আব্দুল হালিম বুখারী সাহেব, জামিয়ার প্রধান মুফতি ও শায়খে সানি ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব, বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জামিয়ার শীর্ষ মুহাদ্দিসগণ, খতমে বুখারী ও দোয়া মাহফিলে জামিয়ার উস্তাদ ও শিক্ষার্থীসহ দেশের শীর্ষস্হানীয় ওলামা মাশায়েখগণ উপস্হিত থাকবেন। তথ্য সূত্রে মুহাম্মদ ফয়েজ আল হুসাইনী সমাপনী বর্ষের ছাত্র ১৪৪০হি.২০১৯খ্রি.১৪২৫ বাংলা
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি