ব্লগ পোস্ট

তিবয়ান: সর্বরোগের মহৌষধ

তিবয়ান: সর্বরোগের মহৌষধ

একজনের মারাত্মক রোগ হল। কোনও ওষুধেই কাজ হচ্ছে না। দিন দিন লোকজটার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তার প্রভাবে বাড়ির অন্যরাও আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করল। এ বাড়ি থেকে ও বাড়ি, ক্রমে পুরো গ্রাম। দেশের লোকেরা পেরেশান। কিভাবে রোগ সামলানো যায়। নইলে প্রকোপ তাদের উপরও পড়বে। রোগ বাড়ছে। এক রোগ থেকে আরেক রোগ! আগে সবার অসুস্থতার ধরন এক ছিল, এখন নানা রকমের উপসর্গ দেখা দিতে শুরু করল। দূর দেশ থেকে এক লোক এল সে গ্রামে। পাশের গ্রামের লোকজন তাকে ঠেকানোর চেষ্টা করল। আপনি যাবেন না, ওখানে গেলে আপনিও অসুস্থ হয়ে পড়বেন। দেখা যাক, গিয়েই দেখি না। আমার কাছে ‘তিবয়ান’ আছে। ►তিবয়ান? সে আবার কি? ►সর্বরোগের মহৌষধ! ►এটা খেলে সবরোগ সেরে যাবে বলছেন? জি। খেতে দেরী, রোগ পালাতে পথ পাবে না। কুরআন কারীমও এমন এক মহৌষধ। তিবয়ান। মানব জীবনের সব সমস্যার ‘সুস্পষ্ট সমাধান’। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ আমি আপনার প্রতি এ কিতাব নাযিল করেছি, যাতে এটা প্রতিটি বিষয় সুস্পষ্টরূপে বর্ণনা করে দেয় এবং মুসলমানদের জন্যে হয় হিদায়াত, রহমত ও সুসংবাদ (নাহল ৮৯)। ►কুরআন কারীম আল্লাহর পক্ষ থেকে আসা সমাধান। ►জ্ঞানীদের জন্যে বিশেষ পয়গাম। ►মানুষের সকল মুস্কিলের আসান। ►মানুষের জন্যে সত্য মিথ্যা পার্থক্যের মানদন্ড। ►বিপদ থেকে মুক্তির মহাসোপন। ►দুনিয়াতে সাফল্য লাভের চাবিকাঠি। ►আখেরাতে চিরমুক্তির অব্যর্থ উপায়। কুরআন কারীম শুধু মুসলমানের সমস্যাই সমাধান করে না। কুরআন কারীম সকল মানুষের কিতাব। এটা মেনে চললে, সকল ধর্মের মানুষই উপকৃত হবে। সুখী হবে। আরোগ্য লাভ করবে। মাওলানা আতিকুল্লাহ
সব ব্লগ পোস্ট অন্যান্য ক্যাটাগরি