ব্লগ পোস্ট

হিজাব পরায় আদালত থেকে বের করে দেয়া হলো মুসলিম নারী আইনজীবীকে!

হিজাব পরায় আদালত থেকে বের করে দেয়া হলো মুসলিম নারী আইনজীবীকে!

  মাথায় রুমাল বা স্কার্ফ পরার কারণে ইতালির একজন মুসলিম নারী এডভোকেটকে আদালত থেকে বের করে দেয়া হয়েছে। সম্প্রতি বলোগনা শহরে মুসলিম-বিদ্বেষী ও বৈষম্যমূলক এই ঘটনা ঘটেছে। আসমা আসমা বেলফিকার নামক এই আইনজীবীকে সেখানকার সরকারি জজ বলেছেন, আদালতের কাজে অংশ নিতে চাইলে তিনি যেন ইসলামী শালীন পোশাক বা হিজাব ও মাথায় রুমাল ব্যবহার না করেন। কিন্তু মরোক্কোর বংশোদ্ভূত ২৫ বছর বয়স্ক আসমা হিজাব মেনে চলাকেই প্রাধান্য দিয়েছেন। তিনি ইতালীয় বিচারপতির এই নির্দেশকে ইসলাম-বিদ্বেষী ও অপেশাদারসুলভ আচরণ বলে প্রতিবাদ জানিয়েছেন। তথাকথিত সাম্য ও গণতন্ত্রের দাবিদার পশ্চিমা দেশগুলোতে ইসলাম-বিদ্বেষী সরকারি নীতিমালা সেখানকার মুসলিম নাগরিকদের জীবনে নানা সংকট সৃষ্টি করছে।
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি