ব্লগ পোস্ট

আগামী ২৬, 27, 28 শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ব ইজতেমা 2018, সকল প্রস্তুতি সম্পন্ন

আগামী ২৬, 27, 28 শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ব ইজতেমা 2018, সকল প্রস্তুতি সম্পন্ন

দীন প্রচারের অন্যতম মাধ্যম দাওয়াতে তাবলিগের তত্ত্বাবধানে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ইজতেমার সকল প্রস্তুতি তাবলিগের সাথী ও বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২৬, 27, 28 শে জানুয়ারি রোজ জুমাবার থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত চট্টগ্রাম বিশ্ব ইজতেমা 2018 এর কার্যক্রম চলবে। এতে অংশ গ্রহণ করবেন চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের মুসলমান ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলামনরা। প্রতি বছর ঢাকার টঙ্গিসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইজতেমার আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন দেশ-বিদেশের কোটি কোটি মুসলমান। ইজতেমার ময়দানে ইমান, আমল, তাজকিয়ায়ে নফস, জিকরুল্লাহ সহ তাৎপর্যপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি