কওমী সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানিয়ে চট্টগ্রাম জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবদুল হালীম বোখারী বলেছেন, কওমী সনদের স্বীকৃতি মাদরাসা শিক্ষার্থীদের অধিকার। অবিলম্বে কওমী সনদের স্বীকৃতির আইন সংসদে পাশ করতে হবে।  তিনি বলেন, কওমী সনদের স্বীকৃতির দাবীতে এদেশের সকল ওলামায়ে কেরাম এখন এক বিন্দুতে ঐক্যবদ্ধ। কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদের স্বীকৃতি করুণা নয় এটা আমাদের অধিকার। তাই সরকারের উচিৎ এটা দ্রুত বাস্তবায়ন করা।  গতকাল জামেয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম -এর ৮০তম দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সমাপনী অধিবেশনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  আল্লামা বোখারী জামেয়ার বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানান।  অন্যান্যের মধ্যে আরো তাকরির পেশ করেন জামেয়া মাছিহুল উলুম ভারত-এর মুহতামিম মাওলানা শুয়াইবুল্লাহ, জামেয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি আহমদ উল্লাহ পাকিস্তানের আল্লামা তালহা কাসেমী, চট্টগ্রাম দারুল মা’আরিফ মাদরাসার মুহতামিম মাওলানা সুলতান যওক নদভী, লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইদুল আলম আরমানী, মাওলানা খোরশেদ আলম কাসেমী, চট্টগ্রাম ওমর গনি এম,ইএইচ কলেজের অধ্যাপক আ ফ ম খালেদ হোসাইন, জামেয়া নানুপুর ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন,বাঁশখালী মনকিচর মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর,ফটিকছড়ি রাবার বাগান মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দীকি আহমদ,মাওলানা মুফতি আরশাদ রাহমানী, মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী প্রমুখ।                    
                
                কওমী সনদের স্বীকৃতি করুণা নয়, মাদরাসা শিক্ষার্থীদের অধিকার : আল্লামা বোখারী
                            
                            08 September, 2025
                        
                        
                            
                            04:56 PM
                        
                    সম্পর্কিত পোস্ট
                            প্রশাসন ক্ষমতালোভীদের আনুগত্য করলে হানাহানি বন্ধ হবে কীভাবে?
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            নারীদের শিক্ষার বিরুদ্ধে আল্লামা আহমদ শফী বক্তব্য নয়
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            হাসপাতালে গিয়ে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট পৌঁছে দিলেন সামরিক সচিব
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            বিশ্বদরবারে দেশের মান উঁচু করলো যে ৮ হাফেজ
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক মহাসম্মেলন ৭, ৮ ফেব্রুয়ারী ২০১৯
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল
                                    
                                    08 Sep, 2025                                
                            
                            দাওয়ারে হাদীস ইমতিহানের রুটিন - ৮ এপ্রিল থেকে ইমতিহান শুরু
                                    
                                    08 Sep, 2025