ভাষা মানবজাতিকে দানকৃত আল্লাহর তাআলার অনন্য দান৷ মহা গ্রন্থ আল কুরআনে ইরশাদ হয়েছে— "এবং তাঁর (আল্লাহর) নিদর্শনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র"৷ উপর্যুক্ত আয়াতে এ কথা স্পষ্ট হয়েছে যে, আকাশমণ্ডলী, পৃথিবী, বিভিন্ন বর্ণ-গোত্র ও ভাষার বৈচিত্র এসবই আল্লাহ তাআলার অসীম কুদরত ও নিদর্শনাবলির অন্তর্ভূক্ত৷ ভাষা দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে৷ তাই ভাষাকে "ভাব প্রকাশের মাধ্যম" বলা হয়৷ আল্লাহ তাআলা সর্ব প্রথম আদম আঃ কে ভাষার শিক্ষা দিয়েছেন ৷ তিনি সব ভাষায় পারদর্শী ছিলেন ৷ পরবর্তী সময়ে তাঁর সন্তান সন্ততি ও বংশধররা যখন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন, তখন তারা প্রত্যেকে স্বীয়ভাষা সমূহ থেকে একেকটি ভাষাকে নিজেদের ভাষারূপে গ্রহণ করেন ৷ এভাবে ক্রমান্বয়ে একেকটি ভাষার উদ্ভব ঘটে ৷ আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্যে নবী রসুল প্রেরণ করেছেন এবং কিতাব নাযিল করেছেন প্রত্যেকর স্বগোত্রীয় ভাষা দিয়ে ৷ যেন আল্লাহর হুকুম আহকাম জাতিকে আপন ভাষাতেই উপস্থাপন করতে পারেন ৷ করআনে ইরশাদ হয়েছে— আমি প্রত্যেক রসুলকেই তাঁর স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য ৷— সূরা ইবরাহীম-৪ উপর্যুক্ত আয়াত থেকে এ বিষয়টাও স্পষ্ট হয় যে, কোন ভাষাকে অবজ্ঞা করা উচিত নয় ৷ যেহেতু পৃথিবীর প্রায় সব দেশে এবং মোটামুটি প্রায় সব ভাষাতেই আল্লাহ ওহী প্রেরণ করেছেন বলে ধারণা করা যেতে পারে ৷ এই আয়াতে আরো বলা হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তাঁর মাতৃভাষাতেই ওহী প্রেরণ করেছেন ৷ অতএব, প্রত্যেক মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তা প্রয়োগ করা অত্যাবশ্যক৷ আমাদের মাতৃভাষা বাংলা ৷ বর্তমানে এই বাংলাভাষা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা ৷ সুতরাং এই ভাষার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন অতীব জরুরী ৷ এক সময় আমাদের দেশের একদল আলেম-ওলামা বাংলাভাষাকে 'সংস্কৃতের দুহিতা' মনে করে এ ভাষাকে গুরুত্ব না দিয়ে আরবি, ফার্সি, উর্দূর প্রতি খুব বেশি আত্মনিয়োগ করেন ৷ যার ফলশ্রুতিতে এখনো বাংলা ভাষায় দুর্বলতা প্রকট ৷ বর্তমানেও মানুষকে দেখা যায় যারা আত্ম মাতৃভাষা বাংলার উপর অন্য ভাষাকে প্রাধান্য দিচ্ছে ৷ আজকাল সাইনবোর্ড, ব্যানার থেকে শুরু করে আমাদের আদালত ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রমিত বাংলার ব্যবহার হচ্ছে না ৷ যার কারণে আমজনতাকে একটা নোটিস বোঝার জন্যও অন্যের কাছে দৌঁড়তে হচ্ছে ৷ যা নিতান্তই দুঃখজনক৷ ইংরেজি প্রীতি আমাদের আষ্টে পৃষ্টে বেঁধে রেখেছে ৷ তবে আন্তর্জাতিক ভাষা এবং এটার প্রতি গুরুত্বারোপ তা অবশ্যই স্বীকার্য ৷ কিন্তু বাংলাকে পশ্চাতে ফেলে এটার ব্যবহার উচিত নয় ৷ এ কারণেও আমাদের মাতৃভাষার গুরুত্ব অপরিসীম যে, এ ভাষার স্বীকৃতির জন্য যুদ্ধ করতে হয়েছে, অনেককে শহিদ হতে হয়েছে ৷ যা পৃথিবীতে বড় বিরল ৷ সুতরাং আমাদের "মাতৃভাষা বাংলা হোক আমাদের নিঃশ্বাস, আঠারো কোটি মানুষের সর্বজনীন সর্ব স্থানীয় ভাষা ৷ পরিশেষে বলতে চাই, ভাষা হলো জ্ঞানের বাহন ৷ বাহন যতো উন্নত হয় গন্তব্যে পৌঁছা ততো আরামদায়ক ও দ্রুত হয় ৷ ভাষা যতো সুন্দর ও অলংকারপূর্ণ হবে জ্ঞানের বিকাশ আর প্রকাশও ততো সুন্দর ও গ্রাহ্য হবে ৷ তাই বাংলাভাষার গুরুত্ব দিয়ে জ্ঞানীদের অগ্রসর হওয়া একান্ত জরুরি ৷ সাইহানুল হক শাহরুমী

সম্পর্কিত পোস্ট

প্রশাসন ক্ষমতালোভীদের আনুগত্য করলে হানাহানি বন্ধ হবে কীভাবে?
08 Sep, 2025

বিএনপি ইসলামি আইন ও মৌলবাদে বিশ্বাস করে না
08 Sep, 2025

নারীদের শিক্ষার বিরুদ্ধে আল্লামা আহমদ শফী বক্তব্য নয়
08 Sep, 2025

হাসপাতালে গিয়ে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট পৌঁছে দিলেন সামরিক সচিব
08 Sep, 2025

বিশ্বদরবারে দেশের মান উঁচু করলো যে ৮ হাফেজ
08 Sep, 2025

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আন্তর্জাতিক মহাসম্মেলন ৭, ৮ ফেব্রুয়ারী ২০১৯
08 Sep, 2025

আগামী ২৫ মার্চ ২০১৯ পটিয়া মাদ্রাসার খতমে বুখারী ও দোয়া মাহাফিল
08 Sep, 2025

দাওয়ারে হাদীস ইমতিহানের রুটিন - ৮ এপ্রিল থেকে ইমতিহান শুরু
08 Sep, 2025