ব্লগ পোস্ট

বর্বরতার ইতিহাস হার মানিয়ে দিয়েছে!

বর্বরতার ইতিহাস হার মানিয়ে দিয়েছে!

দামেস্কের গুয়াতায় গত ৫ দিনে রাশিয়া ও আসাদ ৯ টি হসপিউটালে বোমা হামলা চালিয়েছে । ৫ দিনে নিহতের সংখ্যা ৪৪০ +, আহত ২০০০+ মুসলিম! গু'তা হল সেই জায়গা, হাদিসে যার নাম এসেছে 'ইমাম মাহদির' ঘাঁটি হিসেবে। গু'তা দামাস্কাসের কাছে দক্ষিণ সিরিয়ার একটি অংশ। আশ শামের গর্ব। আর সেই শামকে আমরা ভুলে গেছি। . কিন্তু আশ-শাম কখনো ভুলে যাবে না । . ভুলে যাবে না সীমানার দুয়ারে থেকেও কানে তালা লাগিয়ে তামাশা দেখা তুর্কিদের । . ধ্বংসস্তূপ আর মাসুম বাচ্চাদের ছিন্নভিন্ন শরীরের বিপরীতে তোমাদের হাসি, লোকদেখানো আলোচনা, চুক্তির মিথ্যে আশ্বাস । . ভুলে যাবে না জালিমের পদলেহনে ব্যস্ত আর সিংহাসনের লোভে মত্ত আরবদের । . ভুলে যাবে না তোমাদের ট্যাংক, জেট, রাইফেল, গুলি আর বুটের আওয়াজ যা ব্যয় হয়েছে শুধু প্যারেডে আর বিলাসিতায়। . ভুলে যাবে না পক্ষঘাতগ্রস্ত উম্মাহর যুবকদের , . ভুলে যাবে না আলেমদের এই করুণ নীরবতা, যা ছাড়িয়েছে জালিমদের জুলুমকেও। . ভুলে যাবে না কেন শহরের রাজপথগুলো গণজোয়ারে ভেসে যায়নি কেন আলেমরা সেখানে অগ্নিস্ফুলিঙ্গ জ্বেলে দেয়নি কেন উম্মাহ তাঁর ইজ্জতের সম্মানে ঝাঁপিয়ে পড়েনি। . কেন? . এই পবিত্র ভূমি কোনদিনও ভুলে যাবে না যে অস্ত্র তাঁর পাওনা ছিল তা সে পায়নি যে সাহায্য সে চেয়েছিল কিন্তু সেখানে পৌঁছেনি . সে কখনো ভুলবে না... . আর ভুলবে না আমাদের রব... . وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا এবং তোমার রব কখনো ভুলে যান না" [সূরা মারিয়ামঃ ৬৪] হে আল্লাহ হেফাজত করুন
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি