ব্লগ পোস্ট

একইদিনে দুই নক্ষত্রের বিদায়।

একইদিনে দুই নক্ষত্রের বিদায়।

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের সুযোগ্য মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাবেক নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ সাহেব আজ সকাল ৯:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ তিনি আরজাবাদ মাদরাসার জন্য সোনার হরফে লিখে রাখার মতো অবদান রেখেছেন৷ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নির্বাহী সভাপতি এবং সর্বশেষ সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন৷ আল্লাহ মরহুমকে জান্নাতে উত্তম মাকাম দান করেন৷ তার জানাযার নামাজ বাদ মাগরিব মিরপুর আরজাবাদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে৷ (তার পরিবার সূত্রে) ………………………………………………………………………………আমীরে শরিয়ত হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর হজরত মাওলানা ক্বারী আহমাদুল্লাহ আশরাফ সাহেব আজ সকাল সাড়ে সাতটায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন আমৃত্যু আপোসহীন সংগ্রামী৷ আল্লাহ তার সকল দ্বীনি খেদমতসমূহ কবুল করে তাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন৷ মরহুম মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সাহেবের জানাযা আজ বাদ আসর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া মাদরাসা ময়দানে হবে৷
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি