ব্লগ পোস্ট

জৈন্তাবাসীর প্রতি মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা.'র আহবান

জৈন্তাবাসীর প্রতি মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা.'র আহবান

আজ বাদ মাগরিব জৈন্তাপুর ঐতিহ্যবাহী দরবস্ত বাজারে শহিদ "হাফিয মুজ্জাম্মিল হক" কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের ফাঁসির দাবিতে আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জৈন্তাপুরবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষনে মুফাস্সিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী দা.বা. বলেন: আমি সুদূর হবিগঞ্জ থেকে আপনাদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করতে এখানে এসেছি। আল্লামা ওলীপুরী বলেন, হে জৈন্তাবাসী! যতদিন পর্যন্ত শহিদ হাফিয মুজ্জাম্মিল হক হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তি ফাসি কার্যকর না হবে ততদিন আপনার রাজপথ ছেড়ে যাবেন না। আরও বলেন, বর্তমান সংঘটিত পরিস্থিতি শান্ত হওয়ার একমাত্র সমাধান যত তাড়াতাড়ী সম্ভব খুনীদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাসি কার্যকর করা অন্যথায় সমাধান হবেনা হবেনা।
সব ব্লগ পোস্ট আখবার ক্যাটাগরি