ব্লগ পোস্ট

ভর্তির সময় সতর্কতা অবলম্বন করা জরুরী:

ভর্তির সময় সতর্কতা অবলম্বন করা জরুরী:

মাদরাসা শিক্ষা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে৷ জেহাদের কথা বলে জঙ্গী বানিয়ে, জঙ্গিবাদের অপবাদ দিয়ে মাদরাসাগুলো বন্ধ করতে চাচ্ছে৷ এই ষড়যন্ত্রে পা দিচ্ছে কেউ কেউ৷ ইসলামের সব কিছু বাদ দিয়ে কিতাবুল জেহাদকেই একমাত্র কাজ মনে করছে৷ মাদরাসা কর্তপক্ষকে এইসব ষড়যন্ত্রের গভীরতা বোঝতে হবে৷ প্রস্তাবনা: * ভর্তির সময় পরিচয়পত্র ও ছবি সংরক্ষণ করা৷ * জঙ্গি সন্দেহ হলে দ্রুত ব্যবস্থা নেয়া * মাদরাসায় কোনো গোপন সংগঠন করে কি না তার প্রতি সতর্ক নজর রাখা * অভিভাবকদের তথ্য জানানো * জঙ্গীবাদ ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে মানসিক তরবিয়াহ করা * জেহাদ সন্ত্রাসের পার্থক্য বোঝিয়ে দেওয়া * মাদরাসায় অপরিচিত কাউকে অবস্থান না করতে দেওয়া * সন্দেহ পূর্ণ অর্থ গ্রহণ না করা * মাদরাসাগুলোর পরস্পরে তথ্য আদান প্রদান করা * প্রতিটি জেলার মাদরাসাগুলো ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া৷ * দেশপ্রেম ও উম্মাহপ্রেমে তালেবে ইলমকে উৎসাহিত করা৷ * কথিত জেহাদী ভিডিও দেখতে নিষেধ করা *তালেবে ইলমকে যুগসচেতন আলেম হিসেবে গড়ে তোলা৷ মাদরাস ইলম চর্চার জায়গা৷ এটি সামরিক ঘাটি নয়৷ লেখকঃ মোহাম্মদ ওসমান গনি
সব ব্লগ পোস্ট অন্যান্য ক্যাটাগরি