সকাল সন্ধ্যায় মাত্র তিনবার করে পড়তে হবে। ৩বার পড়তে সময় লাগে মাত্র ১৫-২০ সেকেণ্ড। হযরত ওসমান ইবনে আফ্ফান (রাযি:) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে, কেহ এই কালেমাগুলি সন্ধ্যায় তিনবার পাঠ করিলে সকাল পর্যন্ত এবং সকালে তিনবার পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ কোন মুসীবত তাহার উপর আসিবে না। (কালেমাগুলি এই)। بسم الله الذى لا يضر مع اسمه شيئ في الأرض ولا في السماء وهو السميع العليم উচ্চারণ: বিমমিল্লাহিল্লাযি লা-ইয়াদুররূ মা’আছমিহি শাইউন ফিল আরযি ওয়ালা ফিসসামাই ওয়াহুয়াছ ছামিউল আ’লীম। অর্থাৎ- সেই আল্লাহর নামে (আমি সকাল অথবা সন্ধ্যা করিলাম) যাহার নামের সহিত জমিন-আসমানের জিনিস ক্ষতি করে না এবং তিনি (সব কিছু) শুনেন ও জানেন। (আবু দাউদ- ৫০৮৮)।

সম্পর্কিত পোস্ট

জাহান্নামের আগুন হইতে বাচিবার জন্য ঢাল লইয়া লও। এবং জান্নাতের বাগানে অধিক বিচরণকারী হইয়া যাও।
08 Sep, 2025

২০ মিনিটে ১৯ বার কোরআন খতম করার ছাওয়াব!
08 Sep, 2025

পরিবারের জন্য যা কিছু খরচ করেন, শুধু সওয়াবের আশায় করলে সেটা দান হিসাবে লিখিত হবে
08 Sep, 2025

যে ব্যক্তি আল্লাহর নামে চায়, তোমরা তাকে প্রদান করো
08 Sep, 2025

কবরের আজাব থেকে মুক্তির আমলগুলি কি?
08 Sep, 2025

ইমাম বুখারী (রহঃ) এর কাঠগড়ায় কথিত আহলে হাদীস সম্প্রদায়
08 Sep, 2025