রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তাঁর জন্য সদাকাহ (দান) হয়ে যায়। (বুখারি-৪০০৬,) আলহামদুলিল্লাহ্, পরিবারের ভরণপোষণ সহ সমস্ত দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য কিন্তু তারপরেও এই কাজ যদি আমরা সওয়াবে নিয়ত নিয়ে করি তবে সবটাই সদকাহ হিসাবে গণ্য হবে, এটা আল্লাহ তা”লার বড় অনুগ্রহ বান্দার প্রতি। আমাদের উচিত প্রতিটা কাজই সওয়াবের আশায় করা সেটা নিত্যপ্রয়োজনীয় কাজ হলেও কারণ এতেও সওয়াবই লিখিত হবে যদি আল্লাহ এবং তাঁর রাসুল (সাঃ)-এর কোন নির্দেশ লঙ্ঘন করে না হয়।