ইসলামী ফতোয়া
আমরা আততরীক ইলাল কুরআন-গ্রন্থে পড়েছি যে, আযর হল হযরত ইবরাহীম...
উত্তর
প্রশ্ন আমরা আততরীক ইলাল কুরআন-গ্রন্থে পড়েছি যে, আযর হল হযরত ইবরাহীম আ.-এর পিতা। এ সম্পর্কে কুরআনের একটি আয়াতও পড়েছি। তা হল, واذ قال ابراهيم لابيه آزر اتتخذ اصناما آلهة এতে বোঝা যায় যে, আযর হযরত ইবরাহীম আ.-এর পিতা। কিন্তু আমরা শুনেছি যে, আযর নাকি ইবরাহীম আ.-এর পিতা না; বরং চাচা। তাহলে আয়াতে ‘লিআবীহি’ দ্বারা কী উদ্দেশ্য? আর আমাদের শ্রুত কথাটা কি ঠিক? বিস্তারিত দলীল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ হব। উত্তর কোনো কোনো মুফাসসির এ ধরনের মত ব্যক্ত করে থাকলেও তা সঠিক নয়। সঠিক কথা হল, ‘আযর’ হযরত ইবরাহীম আ.-এর পিতাই এবং কুরআন মজীদে আসল অর্থেই পিতা বলা হয়েছে। তাফসীরে ইবনে কাছীর (দারুল ফিকর) ২/২৪০; মাআরিফুল কুরআন (উর্দু) ৩/৩৭৯; কাসাসুল কুরআন ১/১০৯-১১০; তাফসীরে মাজেদী ২/৫৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ইব্রাহিম আঃ সম্পর্কে কুরআনের আয়াত ইব্রাহিম আঃ এর দোয়া নমরুদের অগ্নিকুন্ড ও ইব্রাহিম আঃ কাহিনী ইব্রাহিম আঃ এর জীবনী ইব্রাহিম আঃ এর সন্তানদের নাম সূরা ইব্রাহীম কত পারায় সুরা ইব্রাহিম বাংলা হযরত ইব্রাহিম আঃ এর কবর