ইসলামী ফতোয়া

কাউকে কষ্ট দেবার পর ক্ষমা চাইলে, সে ক্ষমা না করলে করণীয় ৷

উত্তর

প্রশ্ন হুজুর আমি একজনকে খুব কষ্ট দিয়েছি ৷ এখন আমি খুব অনুতপ্ত ৷ তার নিকট বহুবার ক্ষমা চেয়েছি ৷ কিন্তু ক্ষমা চাইতে গেলে সে বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না ৷ সে নাকি আমাকে কোনদিন ক্ষমা করবে না ৷ এক্ষেত্রে আমার করনীয় কি? কি করলে আমি ক্ষমা পেতে পারি? জানিয়ে উপকৃত করবেন ৷ উত্তর কষ্টদাতা বা অপরাধীর দায়িত্ব হলো, ক্ষমা চাওয়া। যার নিকট অপরাধ করা হয়েছে বা যাকে কষ্ট দেওয়া হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবং তওবা করা। এর দ্বারাই ইনশাআল্লাহ তার দায়িত্ব শেষ হয়ে যায় । অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দায়িত্ব যাকে কষ্ট দিয়েছেন তার নিকট ক্ষমা চাওয়া ৷ এবং আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চাওয়া ও তৌবা করা ৷ এবং সর্বদা উক্ত ব্যক্তিকে খুশি করতে চেষ্টা করা। তারপরও যদি সে ক্ষমা না করে, তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আপনার সাধ্যে যা ছিল তা আপনি করেছেন। সাধ্যের বাইরে কিছু করার জন্য শরীয়ত ব্যক্তিকে বাধ্য করে না। কেননা আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেছেন, যে গোনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। -সূরা নিসা-১১০ ৷ অন্যত্রে বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না ৷ -সূরা বাকারা-২৮৬ ৷ হাদীস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসল সাঃ ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী সেই ব্যক্তির মত যার কোন গোনাহ নেই। -সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪২৫০ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ক্ষমা চাওয়ার মেসেজ প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার চিঠি কাউকে ক্ষমা করলে মহান আল্লাহ সম্মান বাড়িয়ে দেন ক্ষমা করতে শিখুন ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন যে ভুল করে ক্ষমা চায় ক্ষমার উপকারিতা কেউ ক্ষমা চাইলে কি বলতে হয়
সব ফতোয়া দেখুন কুরআন ক্যাটাগরি