ইসলামী ফতোয়া
আসহাবে কাহাফের সঙ্গী কুকুরটি কি জান্নাতে যাবে?
উত্তর
প্রশ্ন হুজুর আমাদের এলাকায় এক বক্তা ওয়াজে আসহাবে কাহাফের’ ঘটনা বর্ণনা করতে গিয়ে বললেন 'আসহাবে কাহাফের’ সঙ্গী কুকুরটি নাকি জান্নাতে যাবে। এই কথা কতটুকু সঠিক? জানিয়ে বাধিত করবেন ৷ উত্তর উক্ত বিষয়টি কুরআন বা কোনো সহীহ হাদীসে উল্লেখ নেই। কোনো সাহাবী থেকেও নির্ভরযুগ্য সনদে তা পাওয়া যায় না। তবে তাফসীরে মাযহারী ও রূহুল মাআনী সহ ইত্যাদি তাফসীর-গ্রন্থে প্রখ্যাত তাবেয়ী খালেদ ইবনে মা’দান রাহ. এর উদ্ধৃতিতে আসহাবে কাহাফের সঙ্গী কুকুরটির জান্নাতে যাওয়ার কথা উল্লেখ করেছেন।কিন্তু এর কোনো সনদ বা সূত্র পাওয়া যায় না। প্রকাশ থাকে যে, এ বিষয়টি যেহেতু কোনো আকীদা বা আমলের সাথে সংশ্লিষ্ট নয় তাই এ নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা পর্যালোচনায় সময় নষ্ট না করা উচিত ৷ তাফসীরে মাযহারী ৬/২১; তাফসীরে রূহুল মাআনী ৮/২২৮; তাফসীরে আবুস সাউদ ৪/১৭৮; হায়াতুল হাইওয়ান ২/২৬২ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন আসহাবে কাহাফের কুকুর কি জান্নাতি আসহাবে কাহাফের কুকুরের নাম কি ছিল আসহাবে কাহাফের কুকুরের ঘটনা আসহাবে কাহাফের ঘটনা pdf আসহাবে কাহাফের বাদশার নাম কি আসহাবে কাহাফ কোন নবীর উম্মত কোন কুকুর জান্নাতে যাবে আসহাবে কাহাফ অর্থ কি