ইসলামী ফতোয়া
সিজদার আয়াত মনে মনে পড়া৷
উত্তর
প্রশ্ন কুরআন শরীফ পড়ার সময় যখন সিজদার
আয়াত আসে তখন মাঝে মাঝে আমি তা
মনে মনে পড়ি। আমার জানার বিষয় হল,
মনে মনে সিজদার আয়াত পড়ার দ্বারা
সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হবে
কি না? উত্তর আয়াতে সিজদা মুখে উচ্চারণ না করে মনে মনে জপলে সিজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয় না। তাই যে সকল ক্ষেত্রে সিজদার আয়াত মনে মনে পড়েছেন ঐ সকল ক্ষেত্রে সিজদা ওয়াজিব হয়নি। উল্লেখ্য, তেলাওয়াতের মাঝে সিজদার আয়াত আসলে তা স্বাভাবিকভাবে তিলাওয়াত না করে মনে মনে পড়ে নেওয়া ঠিক নয়। -খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩২; হাশিয়াতুত্তাহতাবী আলাদ্দুর ১/৩২২; শরহুল মুনইয়্যাহ পৃ. ৫০০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন সিজদার আয়াত চেনার উপায় কুরআনে সিজদার ইতিহাস সিজদার আয়াতে সিজদা দেওয়ার নিয়ম সেজদার আয়াত পড়ার নিয়ম সেজদার আয়াত ১৪ টি না ১৫ টি সিজদার আয়াত সমূহ পারা ১৪ টি সেজদার আয়াত নামাজে সিজদার আয়াত