ইসলামী ফতোয়া

নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কন্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা করা৷

উত্তর

প্রশ্ন আমি একজন শিক্ষক। হিফয বিভাগে পড়াই। অনেক সময় নাবালেগ-অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনি। প্রশ্ন হল, বুঝমান অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা করতে হবে কি? উত্তর হ্যাঁ, বুঝমান নাবালেগ বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে। -বাদায়েউস সানায়ে ১/৪৪০; আলবাহরুর রায়েক ২/১১৯; ফাতহুল কাদীর ১/৪৬৮; শরহুল মুনিয়্যা পৃ. ৫০০; তাবয়ীনুল হাকায়েক ১/২০৬৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন সিজদার আয়াতে সিজদা দেওয়ার নিয়ম মহিলাদের সিজদা দেওয়ার নিয়ম তেলাওয়াতে সেজদা কয়টি তেলাওয়াতে সিজদা কিভাবে দিতে হয় সিজদার আয়াত চেনার উপায় সিজদা করার নিয়ম তেলাওয়াতে সেজদা কেন দিতে হয় নামাজে তেলাওয়াতে সেজদা ভুলে গেলে
সব ফতোয়া দেখুন কুরআন ক্যাটাগরি