ইসলামী ফতোয়া

ধার করে আনা জিনিষ চুরী বা নষ্ট হয়ে গেলে জরিমানা দিতে হবে কিনা?

উত্তর

প্রশ্ন আমার সাথীর একটি মোবাইল তার কাছে থেকে কয়েকদিনের জন্য নিয়েছিলাম। মোবাইলটি নিয়ে ব্যাংকে গিয়েছিলাম ৷ তখন মোবাইলটি পাঞ্জাবীর সাইড পকেটে ছিল। ব্যাংক থেকে বের হয়ে রিকশায় উঠে দেখি, মোবাইল নেই। আমার জানার বিষয় হল, এখন মোবাইলটির ক্ষতি পূরণ দেওয়া কি আমার জন্য জরুরি? উত্তর ধার করা জিনিষ এক প্রকার আমানত ৷ যা নিজের সাধ্যানুযায়ী পুরিপুর্ন হেফাযতের চেষ্টা করার পরও নষ্ট হয়ে গেলে জরিমানা দিতে হয় না ৷ কিন্তু হেফাযতে কোনো ত্রুটি থাকার দরুন নষ্ট হলে জরিমানা দিতে হয় ৷ প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধু যদি মোবাইলটির জরিমানা দাবি করে তাহলে জরিমানা দিতে হবে । কেননা, আমাদের দেশের বর্তমান অবস্থায় ব্যাংক, রাস্তা-ঘাট ও জনসমাগমে চলাবস্থায় মোবাইল ইত্যাদি পাঞ্জাবীর সাইড পকেটে রাখা মোটেও নিরাপদ নয়। সুতরাং পাঞ্জাবীর সাইড পকেট থেকে যেহেতু তা চুরি হয়েছে তাই আপনার পক্ষ থেকে এর হেফাযতের ব্যাপারে ত্রুটি হয়েছে। তাই আপনাকে এর জরিমানা দিতে হবে। -আলমাবসূত, সারাখসী ১১/১৪৮; রদ্দুল মুহতার ৫/৬৭৮৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন বিদ্যুৎ চুরির অভিযোগ নম্বর অবৈধ বিদ্যুৎ সংযোগ আইন থানায় মামলা করতে কত টাকা লাগে কারো নামে মামলা আছে কিনা জানার উপায় বিদ্যুৎ আইন ২০২১ দেওয়ানী মামলা করার নিয়ম বিদ্যুৎ আইন ১৯১০ pdf বিদ্যুৎ আইন ২০২২
সব ফতোয়া দেখুন ফেইসবুক-মোবাইল ক্যাটাগরি