ইসলামী ফতোয়া
আমার বন্ধুর বারো হাজার টাকা দামের একটি মোবাইল তার কাছে...
উত্তর
প্রশ্ন আমার বন্ধুর বারো হাজার টাকা দামের একটি মোবাইল তার কাছে থেকে কয়েকদিন ব্যবহার করার জন্য নিয়ে বাসায় যাচ্ছিলাম। মোবাইলটি পাঞ্জাবীর সাইড পকেটে ছিল। পকেটে কোনো চেইন ও ছিল না। বাসে খুব ভীড় ছিল। বাস থেকে নেমে দেখি, মোবাইল নেই। আমার জানার বিষয় হল, মোবাইলটির ক্ষতি পূরণ দেওয়া কি আমার জন্য জরুরি? উত্তর আপনার বন্ধু যদি মোবাইলটির জরিমানা দাবি করে তবে দিয়ে দেওয়াই উচিত। কেননা, আমাদের দেশের বর্তমান অবস্থায় রাস্তা-ঘাটে ও জনসমাগমে চলাবস্থায় মোবাইল ইত্যাদি পাঞ্জাবীর সাইড পকেটে রাখা মোটেও নিরাপদ নয়। সুতরাং পাঞ্জাবীর পাশের পকেট থেকে যেহেতু তা চুরি হয়েছে তাই আপনার পক্ষ থেকে এর হেফাজতের ব্যাপারে কিছু ত্রুটি হয়েছে এটাই স্বাভাবিক। তাই আপনাকে এর জরিমানা দিতে হবে। -আলমাবসূত, সারাখসী ১১/১৪৮; রদ্দুল মুহতার ৫/৬৭৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার 12 হাজার টাকার মোবাইল vivo ২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৩ ৩০ থেকে ৪০ হাজার টাকার মোবাইল ২০ থেকে ২৫ হাজার টাকার ফোন ২০২৩ 25 হাজার টাকার মধ্যে ভালো ফোন ২৫০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২২ Oppo 10 হাজার টাকার ফোন বার হাজার টাকার মোবাইল