ইসলামী ফতোয়া
সেদিন বিতর নামায পড়ছিলাম। ৩য় রাকাতে দুআয়ে কুনূত না পড়েই
উত্তর
প্রশ্ন সেদিন বিতর নামায পড়ছিলাম। ৩য় রাকাতে দুআয়ে কুনূত না পড়েই রুকুর জন্য ঝুঁকে যাই। হাঁটুতে হাত লাগে না এত সামান্য ঝুঁকেছিমাত্র তখনই দুআর কথা স্মরণ হয়। তাই দাঁড়িয়ে দুআয়ে কুনূত পড়ি। এরপর সিজদায়ে সাহু ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার নামায কি সহীহ হয়েছে? উত্তর জী হাঁ, আপনার নামায সহীহ হয়েছে। কারণ আপনি যেহেতু রুকুতে চলে যাননি; বরং সামান্যঝুঁকেই উঠে গেছেন তাই আপনার দাঁড়িয়ে যাওয়া নিয়মসম্মতই হয়েছে। আর এক্ষেত্রে সিজদায়েসাহুও ওয়াজিব হয়নি। সুতরাং স্বাভাবিক নিয়মে নামায শেষ করা ঠিক হয়েছে। -বাদায়েউস সানায়ে ১/২৮৩; আলমুহীতুল বুরহানী ২/৮৩; আলবাহরুর রায়েক ১/২৯৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/১২৫; আদ্দুররুল মুখতার ১/৪৪৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার বিতর নামাজে দোয়া কুনুত না পারলে কি পড়তে হবে বিতর নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি দোয়া কুনুত এর বিকল্প বিতর নামাজে দোয়া কুনুত না পড়লে কি নামাজ হবে দোয়া কুনুত এর পরিবর্তে কি পড়া যায় দোয়া কুনুত এর ফজিলত বিতর নামাজে দোয়া কুনুত পড়া কি