ইসলামী ফতোয়া
একমাত্র মুনাফিকরাই তাবলীগ জামাতের বিরুধীতা করে
উত্তর
মানুষের বিবেক আজ কোথায় , যারা আল্লাহর হুকুম মানে না , নবীর সুন্নত মানে না , তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ নাই , শুধু প্রতিবাদ হিংসা , মিথ্যা অপবাদ , চুলকানী দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে ৷ হায়রে- মুসলমান একজন যুবক যখন সারা দিন আড্ডা গল্প-গুজব নাচ-গান খেলা-ধুলা বিভিন্ন গুনাহের কাজে নিজেকে জড়িত রাখে , তখন এই বিষয় নিয়ে কার কোন মাথা ব্যাথা নাই , প্রবলেম নাই ৷ আর যখন ছেলেটি গুনাহ ছেড়ে তিন দিনের জন্য মসজিদ গুনাহ মুক্ত থাকে , তখনই কিছু লোকের চুলকানী শুরু হয় ৷ আবার , যখন ছেলেটি আল্লাহর রাস্তা চল্লিশ দিন অথবা তিন চিল্লা দিয়ে নিজের ঈমান ও আমল ঠিক করে এবং যখন দ্বীনের বুঝ পায় ৷ তখন যেই ছেলেটি আগে কখনও নিজেকে নিয়েও ভাবেনি , এখন সেইসমস্ত উম্মতকে নিয়ে ভাবে ৷ এখন আর সেই গুনাহ করে না , নিজে নামজ পড়ে , মানুষকেও নামাজের দাওয়াত দেয় ৷ নিজে এখন খারাপ কাজ করে না , মানুষকেও না করার জন্য বলে ৷ তখনই কিছু লোকের চুলকানী শুরু হয় , কিন্তু কেন ?? এখানে একটি বিষয় স্পষ্ট বুঝ যায় , আর তা-হলো যাদের চুলকানী উঠে , তারা মনে হয় এই যুবকের ভাল চায় না ৷ তারা চায় না যুবকটি দ্বীনদার ও নামাজি হয়ে যাক এবং গুনাহ থেকে বেঁচে থাকুক ৷ যদি চাইতো তাহলে তারা কোন দিন তাবলীগের বিরুধীতা করতো না ৷ মহান আল্লাহ পাক সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকেও দ্বীনের খাঁটি দাঈ হিসাবে কবুল করেন ............ আমীন ৷