ইসলামী ফতোয়া

সিজদার সময় আমার দুই পা মাঝে মাঝে উঠে যায়। আমার

উত্তর

প্রশ্ন সিজদার সময় আমার দুই পা মাঝে মাঝে উঠে যায়। আমার ভাই বলেছে, এতে আমার নামায নষ্ট হয়ে যায়। এখন আমি জানতে চাই, সিজদার সময় যদি আমার দুই পা উঠে যায়, তাহলে কি নামায নষ্ট হয়ে যাবে? উত্তর সিজদার পুরো সময় দুই পায়ের কোনো অংশ কিছু সময়ের জন্যও যদি যমিনে লেগে না থাকে তাহলে সিজদা হবে না। কিন্তু যদি সিজদার সময় কোনো এক পা অল্প সময়ের জন্য মাটিতে লাগানো থাকে তাহলে সিজদা সহীহ হয়ে যাবে এবং নামাযও হয়ে যাবে। তবে সিজদা অবস্থায় উভয় পা যমিনে লাগিয়ে রাখা সুন্নতে মুআক্কাদা। তাই খেয়াল রাখতে হবে যেন সিজদার সময় উভয় পা যমিনে লেগে থাকে এবং আঙ্গুলগুলো কিবলামুখী থাকে। -খুলাসাতুল ফাতাওয়া ১/৫৫; ফাতাওয়া খানিয়া ১/১২০; ফাতহুল কাদীর ১/২৬৫; আলবাহরুর রায়েক ১/৩১৮; রদ্দুল মুহতার ১/৪৪৭,৫০০; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/২২৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক মহিলাদের নামাজের নিয়ম আল কাউসার দুই সিজদার মাঝে বসার নিয়ম মহিলাদের সিজদার নিয়ম নারী পুরুষের নামাজের পার্থক্য আল কাউসার প্রভিডেন্ট ফান্ড আল কাউসার সিজদা করার নিয়ম সিজদার বিধান
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি