ইসলামী ফতোয়া
আমার হজ্ব করার খুবই শখ কিন্তু হজ্ব করার মতো টাকা...
উত্তর
প্রশ্ন আমার হজ্ব করার খুবই শখ কিন্তু হজ্ব করার মতো টাকা নেই। তাই আমার এক বন্ধুর কাছ থেকে টাকা করয করে হজ্ব আদায় করি। টাকাগুলো কয়েক বছরে আদায় করে ফেলি। বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব ভালো যে, আমি হজ্ব করতে পারি। মাননীয় মুফতী সাহেবের কাছে জানতে চাই যে, আমার অস্বচ্ছল অবস্থায় আদায়কৃত হজ্ব ফরয হজ্ব হিসাবে আদায় হয়েছে কি? স্বচ্ছল অবস্থায় কি পুনরায় হজ্ব করতে হবে? উত্তর অস্বচ্ছল অবস্থায় আদায়কৃত হজ্বটি ফরয হজ্ব হিসাবেই আদায় হয়েছে। এখন হজ্ব করলে তা নফল হবে। -বাদায়েউস সানায়ে ২/২৯৪; মানাসিকে মোল্লা আলী পৃ. ৪২; গুনয়াতুন নাসিক পৃ. ৩২ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার হজ করতে কত টাকা লাগে 2023 হজের সর্বশেষ খবর ২০২৩ ওমরা হজ করতে কত দিন লাগে হজে যাওয়ার বয়স ২০২৩ সরকারিভাবে হজে যাওয়ার নিয়ম সরকারিভাবে হজে যাওয়ার নিয়ম ২০২৩ ওমরা হজে যাওয়ার বয়স ২০২২ হজ্জ নিবন্ধন ফি ২০২৩