ইসলামী ফতোয়া

ব্যাঙ, গুইসাপ, কুঁচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করার হুকুম৷

উত্তর

প্রশ্ন ব্যাঙ, গুইসাপ, কুঁচে বা কাঁকড়া ইত্যাদি খাওয়া বা বিক্রি করা আমাদের হানাফী মাযহাব অনুযায়ী জায়েজ আছে কি? উত্তর এসব প্রাণী হানাফী মাযহাব অনুযায়ী খাওয়া ও বিক্রি করা জায়েজ নয়। যদি উল্লেখিত প্রাণীসমূহ কোন প্রয়োজনে যেমন ঔষধ হিসেবে বাহ্যিক ব্যবহারে উপকারী সাব্যস্ত হয় কিংবা গুইসাপের চামড়া কোন কাজে লাগে, তাহলে এ জীবিত প্রাণীগুলোর ক্রয়-বিক্রয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। ফাতাওয়া শামী-৬/৩০৮, ১/১৩৫, আলবাহরুর রায়েক-৬/৮০৷ উত্তর প্রদানে মুফতী মেরাজ তাহসীন 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন কুচে মাছ খাওয়া কি হালাল কুছিয়া মাছ কুচিয়া মাছের অপকারিতা
সব ফতোয়া দেখুন খাওয়া-পোশাক ক্যাটাগরি