ইসলামী ফতোয়া
দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা ৷
উত্তর
প্রশ্ন হুজুর আমার একটি দাঁত নষ্ট হয়ে গেছো। ডাক্তার বলেছে দাঁতে ক্যাপ ব্যবহার করতে ৷ জানার বিষয় হল, আমি দাঁতে সোনার ক্যাপ ব্যবহার করতে পারব কি না? উত্তর হ্যাঁ, প্রয়োজনে দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা বৈধ । অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি আপনার দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করতে পারবেন ৷ -মাজমাউয যাওয়ায়েদ হাদীস : ৮৭১৩; বাদায়েউস সানায়ে ৪/৩১৬; আলবাহরুর রায়েক ৮/১৮৬৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন