ইসলামী ফতোয়া

আমি প্রতি বছরের যাকাত রমযানের শেষ দশকে আদায় করে থাকি।...

উত্তর

প্রশ্ন আমি প্রতি বছরের যাকাত রমযানের শেষ দশকে আদায় করে থাকি। তখন মুসলমান ভাইদের পাশাপাশি হিন্দুরাও যাকাত চায়। হিন্দুদেরকে যাকাত দিলে কি আমার যাকাত আদায় হবে? দয়া করে জানাবেন। উত্তর হিন্দু বা কোনো অমুসলিমকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। একটি দীর্ঘ হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রা.কে লক্ষ করে বলেছেন, তুমি ধনী মুসলমানদের থেকে যাকাত নিয়ে তাদেরই দরিদ্রদের মাঝে তা বিতরণ কর।-সহীহ মুসলিম ১/৩৬ এই হাদীস উল্লেখ করে ইমাম কাসানী রাহ. বলেন, উক্ত হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী মুসলমানদের থেকে যাকাত নিয়ে দরিদ্র মুসলমানদেরকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সুতরাং অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না।-বাদায়েউস সানায়ে ২/১৬১ আরো দেখুন : রদ্দুল মুহতার ২/৩৫১; ফাতাওয়া খানিয়া ১/২৬৭; আহকামুল কুরআন, জাসসাস ৩/১৩৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার যাকাত আদায়ের পদ্ধতি যাকাত কিসের উপর ফরজ যাকাত দেওয়ার সময় কি বলে দিতে হবে যাকাত সম্পর্কে আলোচনা যাকাত কখন ফরজ হয়েছে যাকাত কি সারা বছর দেয়া যায় যাদের উপর যাকাত ফরজ যাকাত কার উপর
সব ফতোয়া দেখুন আদব-ব্যবহার ক্যাটাগরি