ইসলামী ফতোয়া

সাত বছর বয়সের একটি মেয়েকে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে...

উত্তর

প্রশ্ন সাত বছর বয়সের একটি মেয়েকে তার খালাত ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। তবে দাম্পত্যসুলভ কোনো আচরণ তাদের মাঝে হয়নি। মেয়েটির বয়স এখন আট বছর। এক সপ্তাহ পূর্বে সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছে। এখন কি তাকে ইদ্দত পালন করতে হবে? উত্তর হ্যাঁ, তাকে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য ইদ্দত পালন করা ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন-(তরজমা) আর তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায় তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। (সূরা বাকারা (২) : ২৩৪) এই হুকুম প্রাপ্তবয়স্কা ও অপ্রাপ্তবয়স্কা সব ধরনের স্ত্রীর জন্য প্রযোজ্য, তাদের মাঝে দাম্পত্যসুলভ আচরণ হোক বা না হোক। হযরত আতা রাহ. বলেন, ‘যে নারীর স্বামী মৃত্যুবরণ করেছে সে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। যদিও স্বামীর সাথে তার সহবাস না হয় এবং সে দুগ্ধপোষ্য বা সদ্য দুগ্ধছাড়ানো শিশুও হয়।’ হযরত মামার বলেন, আমাকে এক লোক সংবাদ দিয়েছেন যে, তিনি হযরত হাসান বসরী রাহ.কেও অনুরূপ বলতে শুনেছেন। মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ১২০৪৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ভাগ্নিকে বিয়ে করা কি জায়েজ খালাতো বোনকে বিয়ে করা কি জায়েজ চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না | চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়েজ ফুফাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি মামাতো বোনের মেয়েকে বিয়ে করা কি জায়েজ "অবৈধ বিয়ে" চাচাতো বোনকে বিয়ে করা কি জায়েজ
সব ফতোয়া দেখুন মৃত্যু-জানাজা ক্যাটাগরি