ইসলামী ফতোয়া

পশ্চিম দিকে পা দিয়ে বসা ৷

উত্তর

প্রশ্ন পশ্চিম দিকে পা দিয়ে বসা কি জায়েজ? দলিলসহ জানালে উপকৃত হব। উত্তর কিবলার দিকে পা দিয়ে বসা বেআদবী। এবং মাকরুহে তাহরিমী। তাই কিবলা তথা আমাদের জন্য পশ্চিম দিকে পা দিয়ে বসা থেকে বিরত থাকতে হবে৷ রাসূল সাঃ ইরশাদ করেন-তোমরা কিবলামুখী মুখ করে পায়খানা প্রস্রাব করো না, বরং উত্তর-দক্ষিণ হয়ে বস। তাহাবী শরীফ, হাদীস নং-৬০৯১, সহীহ বুখারী, হাদীস নং-৩৮৬; ফাতওয়ায়ে হিন্দিয়া-৫/৩১৯;আল মুহিতুল বুরহানী-৮/১০৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারিল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন উত্তর দিকে পা দিয়ে শোয়া কি জায়েজ কোন দিকে পা দিয়ে ঘুমানো উচিত পশ্চিম দিকে প্রসাব কোন দিকে ঘুমানো সুন্নত পশ্চিম দিকে পা দিয়ে নামাজ ইসলামের দৃষ্টিতে কোন দিকে মাথা করে শোয়া উচিত দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো ইসলাম কি বলে উত্তর দিকে পা দিয়ে ঘুমালে কি হয়
সব ফতোয়া দেখুন বিবিধ ক্যাটাগরি