ইসলামী ফতোয়া
আমাদের এলাকায় মশা খুব বেশি। ঘুম থেকে উঠে অনেক সময়
উত্তর
প্রশ্ন আমাদের এলাকায় মশা খুব বেশি। ঘুম থেকে উঠে অনেক সময় গেঞ্জিতে মশার রক্ত দেখা যায়। এমন হলে আমি সাধারণত গেঞ্জি পরিবর্তন করে নামায পড়তে যাই। কয়েকদিন আগেও মশার রক্তের কারণে গেঞ্জি পরিবর্তন করার সময় এক সাথী আমাকে বলল যে, মশার রক্ত নাকি নাপাক নয়। তার এ কথা কি সঠিক? উত্তর হাঁ, আপনার সাথী ঠিকই বলেছে। মশার রক্ত নাপাক নয়। তাই ঐ কাপড় পরে নামায পড়া যাবে। হাসান বসরী, আতা, আবু জাফর, উরওয়া প্রমুখ তাবেয়ীগণ থেকে বর্ণিত আছে যে, কাপড়ে মাছি-মশার রক্ত লাগলে কোনো সমস্যা হবে না। তবে এক্ষেত্রে গেঞ্জি পরিবর্তন করে নেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া যে ভালো তা তো স্পষ্ট। -মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ২০৩১, ২০৩২, ২০৩৩; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৩২; বাদায়েউস সানায়ে ১/১৯৫; আলবাহরুর রায়েক ১/২২৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে প্রতিবেদন কোন মশা কি রোগ ছড়ায় এডিস মশা কতদিন বাঁচে ডেঙ্গু প্রতিরোধে করণীয় উপায় অনুচ্ছেদ ডেঙ্গু থেকে বাঁচার উপায় ডেঙ্গু জ্বরের কারণ মশার কামড়ে কোন এসিড থাকে ডেঙ্গু জ্বর অনুচ্ছেদ রচনা