ইসলামী ফতোয়া
আমরা জানি নামাযের ভিতর মহিলাদের মাথা ঢেকে রাখা ফরয। কোনো
উত্তর
প্রশ্ন আমরা জানি নামাযের ভিতর মহিলাদের মাথা ঢেকে রাখা ফরয। কোনো মহিলা যদি এতটা পাতলা উড়না পরে নামায পড়ে যে, উড়না পরার পরও মাথার চুল স্পষ্ট দেখা যায় তাহলে কি তার নামায হবে? উত্তর নামাযের ভিতর মহিলাদের মাথা ও চুল ঢেকে রাখা ফরয। তাই উড়না এমন মোটা হতে হবে যা মাথায় দিলে চুল দেখা যায় না। উড়না যদি এত পাতলা হয়, যা পরার পরও চুল স্পষ্ট দেখা যায় তাহলে তা মাথায় দিয়ে নামায সহীহ হবে না। -বাদায়েউস সানায়ে ১/৫১৪-৫১৫; তাবয়ীনুল হাকায়েক ১/২৫২-২৫৩; আলবাহরুর রায়েক ১/২৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৩ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নিকাব করা কি ফরজ মহিলাদের পর্দা সম্পর্কে ওয়াজ নিকাব কি বাধ্যতামূলক মুখ ঢাকা কি বাধ্যতামূলক পুরুষের দায়েমী ফরজ কয়টি নন মাহরামের সাথে কথা বলার বিধান ইসলামে কাপড় পরার নিয়ম কনুই বের করে নামাজ