ইসলামী ফতোয়া

একাকী নামায আদায়কারী ব্যক্তি সূরা-কিরাত, তাসবীহ-দুআ ইত্যাদি কতটুকু জোরে পড়বে

উত্তর

প্রশ্ন একাকী নামায আদায়কারী ব্যক্তি সূরা-কিরাত, তাসবীহ-দুআ ইত্যাদি কতটুকু জোরে পড়বে? নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ জোরে, নাকি শুধু ঠোঁট নাড়িয়ে হরফের মাখরাজ আদায় করে নিলেই যথেষ্ঠ হবে? উত্তর নিম্নস্বরে আদায়কৃত নামাযসমূহে নামাযী সূরা-কিরাত নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ আওয়াজে পাঠ করা উত্তম। তবে পাশের মুসলি পর্যন্ত আওয়াজ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্য কেউ যদি ঠোঁট নাড়িয়ে একেবারে নিম্ন আওয়াজে হরফের মাখরাজ যথাযথভাবে আদায় করে পড়ে তবেও তার নামায আদায় হয়ে যাবে। -কিতাবুল আসল ১/১৯৬; বাদায়েউস সানায়ে ১/৩৯৭; আততাসহীহ ওয়াত তারজীহ আলা মুখতাসারিল কুদুরী ৭৪; ইমদাদুল ফাতাওয়া ১/১৫৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার বেনামাজির শাস্তি মাসিক আল কাউসার নামাজে ভুল হলে কি করতে হবে কোন কোন নামাজ জোরে পড়তে হয় নামাজে কমপক্ষে কত আয়াত পড়তে হয় যোহরের নামাজে কোন সূরা পড়তে হয় সূরা ফাতিহা পড়ার নিয়ম সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম নামাজের গুরুত্ব আল কাউসার
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি