ইসলামী ফতোয়া

সাধারণত কুনূতে নাযিলা পড়ার সময় আমরা হাত ছেড়ে দিয়ে থাকি

উত্তর

প্রশ্ন সাধারণত কুনূতে নাযিলা পড়ার সময় আমরা হাত ছেড়ে দিয়ে থাকি। কিন্তু আমাদের ইমাম সাহেব হাত বেঁধে রাখতে বলেন। তাই জানতে চাই, নামাযের মধ্যে কুনূতে নাযিলা পড়ার সময় হাত বেঁধে রাখব, না ছেড়ে দিব? দয়া করে জানিয়ে বাধিত করবেন। উত্তর কুনূতে নাযিলা পড়ার সময় হাত বেঁধে রাখাই উত্তম। তবে কোনো কোনো ফকীহ হাত ছেড়ে দেওয়ার কথাও বলেছেন। তাই এ নিয়ে বিতর্ক করা ঠিক নয়। -শরহুল মুনইয়াহ ৩০১; ইলাউস সুনান ৬/১২২; কিফায়াতুল মুফতী ৪/৫৩৯ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার কুনুতে নাজেলা কি ও কেন কুনুতে নাজেলা বাংলা অর্থ সহ আল্লাহুম্মাহদিনা ফি মান হাদাইত কুনুতে নাজেলা অর্থ সহ কুনুতে নাজেলা pdf download কুনুতে নাজেলা পড়ার নিয়ম
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি