ইসলামী ফতোয়া
সাহেবে তারতীব ব্যক্তি-অর্থাৎ যার যিম্মায় কোনো অনাদায়ী কাযা নামায নেই
উত্তর
প্রশ্ন সাহেবে তারতীব ব্যক্তি-অর্থাৎ যার যিম্মায় কোনো অনাদায়ী কাযা নামায নেই বা থাকলেও তা ছয় ওয়াক্তের কম আছে-তার জন্য কি এমন ব্যক্তির পিছনে ইক্তেদা করা সহীহ হবে, যার যিম্মায় অনেক কাযা নামায রয়ে গেছে? জানালে কৃতজ্ঞ হব। উত্তর যার যিম্মায় অনেক নামায কাযা আছে সে ব্যক্তি ইমামতির যোগ্য হলে তাকেও ইমাম বানানো জায়েয আছে। আর তার পেছনে সাহেবে তারতীব ও অন্যদের নামায আদায় করাও সহীহ হবে। কিন্তু নিজের যিম্মায় অনেক নামায কাযা রেখে দিয়ে উদাসীন থাকা মুমিনের শান নয়; বরং তার কর্তব্য হল, যথাশীঘ্র সেগুলোর কাযা আদায় করে নেওয়া এবং আল্লাহর দরবারে ইস্তিগফার করা। -আলবাহরুর রায়েক ১/৩৪৪, ৩৭৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার কাজা নামাজ পড়ার নিয়ম ও নিয়ত ফজরের কাজা নামাজ পড়ার নিয়ম ও সময় আসরের কাজা নামাজ পড়ার নিয়ম কাজা নামাজ আদায়ের পদ্ধতি ফজরের কাজা নামাজ কয় রাকাত কাজা নামাজ আদায়ের নিয়ত মাগরিবের কাজা নামাজ কয় রাকাত যোহরের কাজা নামাজ কত রাকাত