ইসলামী ফতোয়া
কেউ যদি ফরয নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে সাল্লাল্লাহু
উত্তর
প্রশ্ন কেউ যদি ফরয নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর ভুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তাহলে সাহু সিজদা দিতে হবে কি? উত্তর না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে না। কেননা এতে তিন তাসবীহ পরিমাণ বিলম্ব হয় না। তবে ইচ্ছাকৃত এমনটি করা ঠিক নয়। -বাদায়েউস সানায়ে ১/৪০২; আদ্দুররুল মুখতার ১/৫১০; আলমুহীতুল বুরহানী ২/৩১৪; মাজমাউল আনহুর ১/২২১; ইমদাদুল ফাত্তাহ ৫১০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নামাজে বৈঠকে কি কি পড়তে হয় মাসবুক শেষ বৈঠকে কি পড়বে নামাজের শেষ বৈঠকের দোয়া সমূহ নামাজে তাশাহুদ পড়ার হুকুম কি সাহু সিজদা দিতে ভুলে গেলে নামাজের প্রথম বৈঠকে কি পড়তে হয় সাহু সিজদার নিয়ম আত্তাহিয়াতুর পরে কি পড়তে হয়