ইসলামী ফতোয়া

অনেক সময় যোহরের নামাযের আগে সময় না থাকায় সুন্নত পড়তে

উত্তর

প্রশ্ন অনেক সময় যোহরের নামাযের আগে সময় না থাকায় সুন্নত পড়তে পারি না এবং সুন্নত পড়া ছাড়াই জামাতে শরিক হই। জানার বিষয় হল, এ অবস্থায় ঐ ছুটে যাওয়া সুন্নত কোন সময় আদায় করব? পরবর্তী দু রাকাতের আগে না পরে? জানালে কৃতজ্ঞ হব। উত্তর যোহরের পূর্বে চার রাকাত সুন্নত পড়তে না পারলে যোহরের পরে দু’ রাকাত সুন্নত আদায়ের পর তা পড়বে। হাদীস শরীফে এসেছে, আয়েশা সিদ্দীকা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যোহরের পূর্বের চার রাকাত কখনো ছুটে গেলে তিনি তা যোহরের পরে দু’ রাকাত সুন্নতের পর আদায় করতেন। -সুনানে ইবনে মাজাহ ১/৪৩৯; ফাতহুল কাদীর ১/৪১৫; আলবহারুর রায়েক ২/৭৫; রদ্দুল মুহতার ২/৫৮ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম যোহরের নামাজ পড়ার নিয়ম সুন্নতে মুয়াক্কাদা নামাজ না পড়লে কি গুনাহ হবে যোহরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ম যোহরের সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে এশার নামাজের আগে সুন্নত যোহরের নামাজের নিয়ত আসরের নামাজ কয় রাকাত
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি