ইসলামী ফতোয়া
এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু
উত্তর
প্রশ্ন এক ব্যক্তি এক রাকাতে ভুলে তিনটি সিজদা করে এবং সাহু সিজদা না করেই নামায শেষ করে। এমতাবস্থায় তার নামায কি শুদ্ধ হয়েছে? উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে অতিরিক্ত সিজদা করার কারণে ঐ ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। সাহু সিজদা না করার কারণে তাকে ঐ নামায পুনরায় পড়ে নিতে হবে। -মুসান্নাফ আবদুর রাযযাক ২/৩১৯, হাদীস : ৩৫২৪; কিতাবুল আছল ১/২৪২; মাবসূত, সারাখসী ১/২২৮-২২৯; আলমুহীতুল বুরহানী ২/৩০৮; বাদায়েউস সানায়ে ১/৪০১ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার এক সিজদা দিলে কি নামাজ হবে নামাজে রুকু করতে ভুলে গেলে নামাজে তেলাওয়াতে সেজদা ভুলে গেলে দুই সিজদা করা কি সাহু সিজদা দিতে ভুলে গেলে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে তৃতীয় রাকাতে বসে গেলে চার রাকাতের পর ভুলে দাঁড়িয়ে গেলে