ইসলামী ফতোয়া
আযানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়? এ বিষয়ে কোনো
উত্তর
প্রশ্ন আযানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়? এ বিষয়ে কোনো হাদীস আছে কি? জানালে উপকৃত হব। উত্তর হ্যাঁ, ইকামতেরও মৌখিক জবাব দেওয়া সুন্নত। সাহাবী আবু উমামা রা. বলেন, বিলাল রা. ইকামত শুরু করলেন। যখন তিনি ‘কাদ কামাতিস সালাহ’ উচ্চারণ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন-‘আকামাহাল্লাহু ওয়া আদামাহা।’ আর বাকি শব্দগুলোতে আযানের মতোই বললেন। সুনানে আবু দাউদ ১/৭৮; বযলুল মাজহূদ ৪/৯৩; ইলাউস সুনান ২/১২৭; রদ্দুল মুহতার ১/৪০০; আলমুগনী, ইবনে কুদামা ২/৮৭; শরহুল মুহাযযাব ৩/১৩০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার কাদ কামাতিস সালাহ এর জবাব কাদ কামাতিস সালাহ অর্থ আজানের জবাব বাংলা আজানের জবাব ও দোয়া ইকামতের জবাব আরবি ফজরের আযানের জবাব ফজরের আযানের জবাব দেওয়ার নিয়ম