ইসলামী ফতোয়া

জনৈক ব্যক্তি যোহরের চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের প্রথম রাকাতে

উত্তর

প্রশ্ন জনৈক ব্যক্তি যোহরের চার রাকাত বিশিষ্ট ফরয নামাযের প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা করতে ভুলে যায়। তৃতীয় রাকাতে রুকুর পর স্মরণ হওয়ার সাথে সাথে তা আদায় করে নেয়। এরপর যথা নিয়মে বাকি নামায শেষ করে। তবে কোনো সাহু সিজদা করেনি। আমার জানার বিষয় হল, ওই ব্যক্তির উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে কি? হলে সেই নামাযের হুকুম কী? জানালে উপকৃত হব। উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় সিজদা যথাসময়ে আদায় না করার কারণে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। কিন্তু সে যেহেতু সাহু সিজদা করেনি তাই উক্ত নামাযটি পুনরায় আদায় করা ওয়াজিব। -শরহুল মুনইয়াহ ২৯৭; বাদায়েউস সানায়ে ১/৪০০; ফাতাওয়া তাতারখানিয়া ১/৫১০; খুলাসাতুল ফাতাওয়া ১/৫১; আলবাহরুর রায়েক ১/২৯৮; তাবয়ীনুল হাকায়েক ১/২৭৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৭০; আদ্দুররুল মুখতার ১/৪৫৬ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার চার রাকাত সুন্নত নামাজের নিয়ম মহিলাদের চার রাকাত ফরজ নামাজের নিয়ম আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ম যোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ম চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম চার রাকাত ফরজ নামাজের নিয়ত জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ম দুই তিন ও চার রাকাত বিশিষ্ট সালাতের ধারাবাহিক নিয়ম
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি