ইসলামী ফতোয়া
                    
                                        
                                    আমার এক বন্ধু তার কামরায় ফরয নামায পড়ছিল। আমি বাইরে
উত্তর
                        প্রশ্ন    আমার এক বন্ধু তার কামরায় ফরয নামায পড়ছিল। আমি বাইরে থেকে এসে দরজায় আওয়াজ করি। সে নামযারত অবস্থায় এক কাতার পরিমাণ হেঁটে এসে এক হাতে এক দফায় দরজা খুলে নিজ জায়গায় চলে গিয়ে নামায পুরো করে। একজন আলেম বলেছেন, তার নামায সহীহ হয়েছে। সত্যিই কি সহীহ হয়েছে? উল্লেখ্য, আমার ঐ বন্ধু পশ্চিম দিক থেকে সরেনি। কারণ তার রুমের দরজা পশ্চিম দিকে ছিল।    উত্তর    প্রশ্নে বর্ণনা অনুযায়ী ঐ ব্যক্তি নামায পরিপন্থী অন্য কিছু না করে থাকলে শুধু ঐভাবে দরজা খোলা দ্বারা তার নামায নষ্ট হয়নি। কারণ সে এক হাত ব্যবহার করে এক দফায় দরজা খুলেছে। অতএব ওই আলেম সাহেবের কথা সঠিক। তবে কোনো ওজর ছাড়া নামাযে এ ধরনের সামান্য কাজেও লিপ্ত হওয়া ঠিক নয়।  -ফাতাওয়া তাতারখানিয়া ১/৫৮৫, ৫৮৮; বাদায়েউস সানায়ে ১/৫৫৩; হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী ১৭৭; আলমুহীতুল বুরহানী ২/১৬৬; আদ্দুররুল মুখতার ১/৬২৮    উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার        এক ওয়াক্ত নামাজ না পড়ার শাস্তি    ফজরের নামাজ না পড়ার শাস্তি    মৃত্যুর পর নামাজ না পড়ার শাস্তি    ইচ্ছাকৃত নামাজ না পড়ার শাস্তি      নামাজ না পড়ার ১৫ টি শাস্তি    ফরজ নামাজের পর দোয়া সমূহ pdf    নামাজ না পড়ার শাস্তি pdf    ফরজ নামাজের পর নবীজির আমল