ইসলামী ফতোয়া
জানাযার নামায পড়িয়ে বিনিময় নেওয়া কি জায়েয
উত্তর
প্রশ্ন জানাযার নামায পড়িয়ে বিনিময় নেওয়া কি জায়েয? উত্তর জানাযার নামাযের ইমামতি করে বিনিময় নেওয়া জায়েয নয়। -খুলাসাতুল ফাতাওয়া ৩/১১৪;আলইখতিয়ার লিতালীলিল মুখতার ২/৬২; তানকীহুল ফাতাওয়াল হামীদিয়া ২/১৩৭-১৩৮; আদ্দুররুল মুখতার ৬/৫৫ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার