ইসলামী ফতোয়া
জনৈক ব্যক্তি একাকী নামায পড়ার নিয়তে নামায শুরু করার পর
উত্তর
প্রশ্ন জনৈক ব্যক্তি একাকী নামায পড়ার নিয়তে নামায শুরু করার পর এক ব্যক্তি এসে তার পিছনে ইকতিদা করে ও তার সাথে নামায শেষ করে। প্রশ্ন হল, ঐ ব্যক্তি ইমামতির নিয়ত না করলে মুকতাদির নামায সহীহ হবে কি? উত্তর হ্যাঁ, ইমামতির নিয়ত না করলেও ঐ মুকতাদীর নামায সহীহ হয়েছে। কারণ ইকতিদা সহীহ হওয়ার জন্য ইমামতির নিয়ত জরুরি নয়। নয়।-শরহুল মুনইয়া পৃ. ২৫১; আলবাহরুর রায়েক ১/২৮৩; হাশিয়া তহতাবী আলালমারাকী পৃ. ১২১; আদ্দুররুল মুখতার ১/৪২৪ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার গোসল ফরজ হওয়ার কারণ আল কাউসার সাড়ে তিন মাশা নাবালেগের পিছনে তারাবির নামাজ মান্নত আল কাউসার নাবালেগের ইমামতি আহলে হক হাজতে আসলিয়া কি