ইসলামী ফতোয়া

একদিন আসরের নামাযের তৃতীয় রাকাতে ইমাম সাহেব তিনটি সেজদা করে

উত্তর

প্রশ্ন একদিন আসরের নামাযের তৃতীয় রাকাতে ইমাম সাহেব তিনটি সেজদা করে। কিছু মুকতাদী তৃতীয় সেজদায় ইমাম সাহেবের অনুসরণ করেন। আর কিছু মুকতাদী অনুসরণ করেননি। ইমাম সাহেব নামায শেষে সেজদায়ে সাহুও করেননি। এখন তাদের নামাযের হুকুম কী? উত্তর ইমাম সাহেব অতিরিক্ত সেজদা করার কারণে ইমাম এবং সকল মুকতাদীর উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। কিন্তু সেজদায়ে সাহু না করার কারণে ইমাম মুক্তাদী সকলের জন্য নামাযটি পুনরায় পড়ে নেওয়া জরুরি। উল্লেখ্য এ ধরনের ভুলের ক্ষেত্রে ইমামের অনুসরণ না করাই নিয়ম। কিন্তু অনুসরণ না করলেও ইমামের ভুলের কারণে সকলের উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। -খুলাসাতুল ফাতাওয়া ১/১৬১; শরহুল মুনয়া পৃ. ৫২৮, ৪৫৬; রদ্দুল মুহতার ১/৪৫৭ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার নামাজে সূরা ভুল হলে করণীয় এক সিজদা দিলে কি নামাজ হবে তৃতীয় রাকাতে বসে গেলে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে নামাজে রুকু করতে ভুলে গেলে নামাজের ভুল সমুহ নামাজে তেলাওয়াতে সেজদা ভুলে গেলে নামাজে সন্দেহ হলে
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি