ইসলামী ফতোয়া

নামাযে মহিলাদের জন্য কান ঢেকে রাখা আবশ্যক কি না

উত্তর

প্রশ্ন হুজুর এখন প্রচন্ড গরমে নামাযের সময় হিজাব পড়তে অনেক কষ্ট হয় ৷ কানগুলো ঢাকা থাকার দরুন আরো বেশি কষ্ট লাগে ৷ তাই জানতে চাই নামাযে মহিলাদের জন্য কান খোলা রাখলে কোন সমস্যা হবে কি না? উত্তর নামাযে মহিলাদের কান সতরের অন্তর্ভুক্ত, অতএব মহিলাদের জন্য নামাযে কান ঢেকে রাখা আবশ্যক। তাই নামাযের মধ্যে কোনো কানের চার ভাগের একভাগ তিন তাসবীহ পরিমাণ সময় খোলা থাকলে নামায নষ্ট হয়ে যাবে। একটু কষ্টের কারণে একটি আবশ্যকীয় বিধান লঙ্গন করা যাবে না ৷ -শরহুল মুনইয়াহ ২১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৪;ফাতাওয়া হিন্দিয়া ১/৫৯; রদ্দুল মুহতার ১/৪০৮৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মহিলাদের নামাজের পোশাক নামাজে কি পায়ের পাতা ঢাকতে হবে নামাযে মহিলাদের সতর। প্লাজো পড়া কি জায়েজ মেয়েদের গেঞ্জি পড়ে কি নামাজ হবে থুতনি কি সতরের অন্তর্ভুক্ত শাড়ি পরা কি জায়েজ পেটিকোট পড়ে নামাজ হবে
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি