ইসলামী ফতোয়া

বিতর নামায ছুটে গেলে কাযা পড়তে হবে কি

উত্তর

প্রশ্ন হুজুর আমরা জানি দৈনিক পাচ ওয়াক্ত নামায আমাদের উপর ফরজ ৷ কখনো কোন ওয়াক্তের নামায ছুটে গেলে তা কাযা আদায় করতে হয় ৷ এবং কাযা আদায়ের সময় শুধু ফরজটি আদায় করতে হয় ৷ আমার জানার বিষয় হল, বিতরের নামাযও কি কাযা করা লাগবে? উত্তর জ্বী, হ্যাঁ, বিতর নামাযেরও কাযা পড়তে হবে। কারণ বিতর নামায ওয়াজিব। কেননা হাদীস শরীফে এসেছে, নবীজী সাঃ বলেন, যে ব্যক্তি বিতরের নামাযের কথা ভুলে যায় বা বিতর না পড়ে ঘুমিয়ে পড়ে সে যেন স্মরণ হওয়ামাত্রই বা ঘুম থেকে উঠামাত্রই বিতর পড়ে নেয়। অতএব কখনো বিতর ছুটে গেলে তারও কাযা পড়তে হবে ৷ -সুনানে আবু দাউদ, হাদীস: ১৪২৬; বাদায়েউস সানায়ে ১/৬০৮; আলবাহরুর রায়েক ২/৩৮; রদ্দুল মুহতার ২/৫ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন এশার কাজা নামাজ পড়ার নিয়ম বেতের নামাজ না পড়লে কি হয় হানাফি মাজহাবে বিতর নামাজের নিয়ম বিতরের নামাজ না পড়লে কি গুনাহ হবে ফজরের আজানের পর কি বিতর নামাজ পড়া যায় বিতর নামাজ পড়ার নিয়ম বিতর নামাজের ইতিহাস ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি