ইসলামী ফতোয়া
মশার রক্ত মিশ্রিত কাপড় পরে নামায পড়া
উত্তর
প্রশ্ন ইদানিং মশা খুব বেশি দেখা যাচ্ছে। অনেক সময় মশা মারার পর কাপড়ে মশার রক্ত লেগে যায়। রক্ত ধৌত না করে বা কাপড় না পাল্টিয়েই প্রায় সময় নামায পড়ি ৷ জানার বিষয় হলো, আমার ঐসব নামায হয়েছে কিনা? মশার রক্ত নাপাক কিনা? উত্তর মশার রক্ত নাপাক নয়। তাই ঐ কাপড় পরে নামায পড়ার কারণে আপনার ঐসব নামায সহিহ হয়েছে । তবে এক্ষেত্রে কাপড় পরিবর্তন করে নেওয়া বা ধুয়ে পরিষ্কার করে নেওয়া উত্তম । -মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ২০৩১; বাদায়েউস সানায়ে ১/১৯৫; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৩২ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন মশা মারলে কি ওযু নষ্ট হয় মানুষের রক্ত কি নাপাক কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে কি মুরগির রক্ত কি নাপাক গরুর রক্ত কি নাপাক