ইসলামী ফতোয়া

নামাযে সুরা ফাতেহার পর তিন তসবীহ পরিমান চুপ থাকা

উত্তর

প্রশ্ন মুফতী সাহেব, আমি জোহরের নামাযের প্রথম রাকাতে সূরা ফাতেহার পর চুপ থেকে ভাবতে লাগলাম যে, কোন সূরা পড়ব। ভাবতে গিয়ে প্রায় তিন তাসবীহ পরিমাণ সময়ের বেশি সময় কেটে গেল। জানার বিষয় হলো, এমতাবস্থায় আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে কি? সাহু সিজদা না দিলে নামায হবে কি না? উত্তর প্রশ্নে বর্নিত সূরতে যেহেতু আপনি সুরা ফাতেহার পর তিন তাসবীহ পরিমাণ চুপ থেকেছেন, তাই আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। অতএব যদি আপনি সাহু সিজদা না দিয়ে থাকেন, তাহলে আপনার উক্ত নামায হয়নি ৷ তাই পুনরায় পড়তে হবে। -বাদায়েউস সানায়ে ১/৪০২; ফাতাওয়া খানিয়া ১/১২২; আদ্দুররুল মুখতার ২/৯৩ খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৩; আলমগীরী ১/১৩১৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা মিলানো ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ার নিয়ম ৪ ফরজ নামাজের শেষের ২ রাকাতে সুরা মিলালে তার হুকুম কি ফরজ নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেললে হুকুম ফরজ নামাজের শেষ দুই রাকাতে সুরা ফাতিহা পড়ার হুকুম কি হানাফী মাযহাব মতে ফরজ সালাতের প্রথম দু রাকায়াতে সূরা ফাতিহা পাঠ করা কি চার রাকাত সুন্নত নামাজে সুরা পড়ার নিয়ম নামাজে কোন সূরার পর কোন সূরা পড়বেন
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি