ইসলামী ফতোয়া
এক-ই নামাযে একাধিক ওয়াজিব ছুটলে করনীয়
উত্তর
প্রশ্ন হুজুর আমি গতকাল বিতর নামাযে দ্বিতীয় রাকাতের পরে ভুলে বৈঠক করিনি। আবার তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনূতও পড়তে ভুলে যায় এবং শেষে সাহু সিজদা করেছি ৷ জানার বিষয় হলো, আমার বিতর নামায সহীহ হয়েছে কি না? নাকি পুনরায় আদায় করতে হবে? উত্তর প্রশ্নে বর্নিত সুরতে আপনার বিতর নামায সহীহ হয়েছে। পুনরায় পড়তে হবে না। কারণ ভুলে একাধিক ওয়াজিব ছুটে গেলেও সবগুলোর জন্য একটি সাহু সিজদাই যথেষ্ট হয় । এক নামাযে একাধিক সাহু সিজদা দেওয়ার বিধান নেই। -বাদায়েউস সানায়ে ১/৪০৭; আলবাহরুর রায়েক ১/৩০০;আদ্দুররুল মুখতার ১/৪৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; আলমুহীতুল বুরহানী ২/৩১৩ ৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন নামাজে কিরাত ভুল হলে করণীয় এক সিজদা দিলে কি নামাজ হবে ঈদের নামাজে ভুল হলে করনীয় নামাজে আয়াত ছুটে গেলে সাহু সিজদার সঠিক পদ্ধতি নামাজ পাঁচ রাকাত হলে করনীয় নামাজে সন্দেহ হলে সুন্নত নামাজে ভুল হলে