ইসলামী ফতোয়া

আমার সন্দেহের রোগ আছে। অযু থেকে ফারেগ হওয়ার পর পরই

উত্তর

প্রশ্ন আমার সন্দেহের রোগ আছে। অযু থেকে ফারেগ হওয়ার পর পরই মনে হয় যেন মাথা মাসাহ করিনি। এই সন্দেহ হওয়ার কারণে পুনরায় মাথা মাসাহ করি। তাছাড়া কোনোক্রমেই স্বস্তি পাই না। আমি জানতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কী এবং এই সন্দেহের রোগ দূর করার উপায় কী? উত্তর আপনার কর্তব্য, অযু করার সময় মনোযোগ সহকারে অযু করা। অতপর অযু শেষ হওয়ার পরে মাথা মাসাহ না করার ব্যাপারে যতই সন্দেহ হোক সেদিকে মোটেই ভ্রুক্ষেপ না করা এবং কখনো সন্দেহের ভিত্তিতে পুনরায় মাথা মাসাহও না করা। এই সন্দেহ নিশ্চয়ই শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। কিছুদিন এভাবে করলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। -খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; আলমুহীতুল বুরহানী ১/২১৭; আদ্দুররুল মুখতার ১/১৫০ উত্তর দিয়েছেন : মাসিক আল-কাওসার সুতরার কি বিধান মাসিক আল কাউসার এতেকাফ মাসিক আল কাউসার সাড়ে তিন মাশা প্রভিডেন্ট ফান্ড আল কাউসার আপনি যা জানতে চেয়েছেন আল কাউসার মুসাফির কাকে বলে আল কাউসার গোসল ফরজ হওয়ার কারণ আল কাউসার মাসিক আল কাউসার তাবিজ
সব ফতোয়া দেখুন অজু ক্যাটাগরি