ইসলামী ফতোয়া
খুতবা ছাড়া জুমার নামায পড়া
উত্তর
প্রশ্ন মুফতী সাহেব আজ আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার নামাযের সময় খুতবার বই খুজে কোথাও না পেয়ে খুতবা পড়া ছাড়াই জুমার নামায পড়িয়েছেন। তাই জানার বিষয় হলো,আমাদের আজকের জুমার নামায আদায় হয়েছে কি না ? না হইলে করনীয় কি? উত্তর খুতবা জুমার নামায সহীহ হওয়ার জন্য শর্ত। তাই খুতবা ছাড়া জুমার নামায আদায় হয় না। অতএব প্রশ্নে বর্নিত সুরতে আপনাদের জুমার নামায আদায় হয়নি। তাই আপনাদের করনীয় হলো, উক্ত দিনের যোহরের নামায কাযা করে নিতে হবে। - ফাতাওয়া খানিয়া ১/১৮২; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৯ মাজমাউল আনহুর ১/২৫৫৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া ৷ উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ঈদের খুতবার বিধান