ইসলামী ফতোয়া

ইমামতির নিয়ত ব্যতিত মুক্তাদির নামাযের হুকুম

উত্তর

প্রশ্ন এক ব্যক্তি একাকী জোহরের ফরজ নামায পড়া শুরু করল, আরেক ব্যক্তি এসে তার পিছনে ইকতিদা করে তার সাথে নামায শেষ করে। প্রশ্ন হল, ঐ ব্যক্তি ইমামতির নিয়ত না করলে মুকতাদির নামায সহীহ হবে কি? উত্তর জ্বী, ইমামতির নিয়ত না করলেও মুক্তাদি ইমামের এক্তেদার নিয়ত করলেই মুকতাদীর নামায সহীহ হয়৷ অতএব প্রশ্নে বর্নিত উক্ত মুক্তাকির নামায সহীহ হয়েছে৷ কারণ ইকতিদা সহীহ হওয়ার জন্য ইমামতির নিয়ত জরুরি নয়। -শরহুল মুনইয়া পৃ. ২৫১; আলবাহরুর রায়েক ১/২৮৩; হাশিয়া তহতাবী আলালমারাকী পৃ. ১২১; আদ্দুররুল মুখতার ১/৪২৪৷ মুফতী মেরাজ তাহসীন মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম ব্রাক্ষণবাড়িয়া৷ 01756473393 উত্তর দিয়েছেন : মুফতি মেরাজ তাহসিন ইমাম ও মুক্তাদির মধ্যে পার্থক্য ইমামতির জন্য বয়স ইমামতির শর্ত কয়টি ইমামতির মাসআলা ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি কে? ইমামের প্রতি মুসল্লিদের দায়িত্ব ইমামের পিছনে মুক্তাদির ভুল হলে ইমামের আগে মুক্তাদি দাড়ানো
সব ফতোয়া দেখুন আজান-নামাজ ক্যাটাগরি